রাজশাহীর পবায় ফারুক ও মোহনপুরে আফজাল বিজয়ী
২৯ মে, ২০২৪ | ১১:১২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা উপজেলায় আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পবা উপজেলা যুবলীগের সভাপতি ইমদাদুল হক। অপরদিকে, মোহনপুর উপজেলায় আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আফজাল হোসেন বকুল। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ-পিরিচ প্রতীকের আবদুল মোমিন শাহ। বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।