‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ নিয়ে সেবিকা চরিত্রে মিথিলা

৩০ মে, ২০২৪ | ৩:৩০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বেশ কয়েক বছর ধরে সিনেমায় ব্যস্ত সময় পার করছেন রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকা-কলকাতা মিলিয়ে তার সিনে ব্যস্ততা বেশ। একের পর এক সিনেমা করছেন, মুক্তিও পাচ্ছে নিয়মিত। গেলো রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন ‘কাজলরেখা’ নিয়ে। এবার তিনি আসছেন গোয়েন্দা গল্প নিয়ে, তবে ওপার বাংলায়। ছবির নাম ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। নির্মাতা দুলাল দে। ছবিটির ঘোষণা এসেছিল গত বছরের সেপ্টেম্বরে। এবার হাজির টিজারসহ মুক্তির খবর। বুধবার (২৯ মে) প্রকাশ করা হয়েছে এর প্রথম ঝলক। সেখানে অবশ্য কেবল দুটি দৃশ্যে দেখা গেছে মিথিলাকে। গোটা টিজার আবর্তিত হয়েছে ছবির মুখ্য চরিত্র অরণ্য তথা জীতু কমলকে ঘিরে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, গোয়েন্দা গল্প হলেও সিনেমাটি একটু আলাদা। এখানকার গোয়েন্দা অরণ্য চিকিৎসাশাস্ত্রের সঙ্গে জড়িত। আবার ক্রিকেট খেলতেও বেশ পছন্দ করে। সেসব সমান্তরালে জায়গা করে নিয়েছে গল্পে। বিষয়টি নিয়ে অভিনেতা জীতু কমল বললেন, ‘অভিনয় আমার একমাত্র পছন্দ ছিল না। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতাম। খেলতেও পারি। আবার সুস্থ রাজনীতিও পছন্দ করি। অভিনেতা না হলে এই দুটোর কোনও একটা অবশ্যই হতাম। এখন দেখছি, অভিনেতা হওয়ারও অনেক সুবিধা। যে স্বপ্ন পূরণ হচ্ছে না, তা অভিনয়ের মাধ্যমে কিছুটা হলেও মিটিয়ে নিতে পারছি!’ এই সিনেমায় মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। তাকে বেছে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেছেন, ‘মিথিলা ছাড়া অন্য কারও মধ্যে চরিত্রটিকে খুঁজে পাইনি। তাই অন্য কারও সঙ্গে চরিত্রটি নিয়ে আলাপও করিনি।’ ছবিটিতে আরও অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, সুহোত্র মুখোপাধ্যায়, আলোক স্যান্যাল, অনন্যা বন্দ্যোপাধ্যায়, লোকনাথ দে প্রমুখ। আগামী জুলাই মাসে সিনেমাটি মুক্তি পাবে।