কুষ্টিয়ায় নিখোঁজ আসলাম মিয়ার সন্ধান চায় পরিবার
৩০ মে, ২০২৪ | ৫:২৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আসলাম মিয়া (৫০) একজন শারিরীক প্রতিবন্ধী। তিনি গত ৫-ই মে সকাল আনুমানিক ১০:০০ টার দিকে কুষ্টিয়া শহরের পূ্র্ব মজমপুর এলাকার ভাড়া বাসা থেকে ত্রিমোহনী বাইপাস এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন। বাড়ি থেকে বের হওয়ার সময়ে তাঁর পরনে ছিলো নীল রঙের গেঞ্জি ও ট্রাউজার। তাঁর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রঙ কালো, মুখমন্ডল মাঝারি, শারীরিক গঠন হালকা-পাতলা। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে তাঁর স্ত্রী লিলি কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১৭২৪, তারিখ: ২৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ। কোনো সহৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা ও তাঁর পরিবারকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে। পরিবারের সাথে যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭৩৫-৪৮৬৩৬৭।