আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না: সাকিব

৩১ মে, ২০২৪ | ৫:১৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ক্রিকেট ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেও সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ট্রফি জিততে পারেননি। যদিও টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারি তিনি। এই ব্যক্তিগত সাফল্য দলীয় ব্যর্থতায় ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক। সাকিবও মনে করেন, নিজের অর্জনের চেয়ে দলগত সাফল্যই আসল। আর সেজন্য এবারও ভালো অবদান রাখতে চান তিনি। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় সাকিব তার লক্ষ্যের কথা জানালেন, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’ ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টির খুব একটা পার্থক্য দেখেন না সাকিব, ‘আমার কাছে মনে হয় এটা ওয়ানডেরই বর্ধিত সংস্করণ। ওভার কাটলে যেটা হতো সেটাই। অনেক রোমাঞ্চকর। দর্শকেরা অনেক পছন্দ করেন। আমি একটি জিনিসই শুধু মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে। টুর্নামেন্টটা একতরফা যেন না হয়। সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি এবারও একইরকম হবে।’ আগের ৮ টি বিশ্বকাপের সবকটিতে অংশ নিয়েছেন সাকিব। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ১৮.৬৩ গড় ও ৬.৭৮ ইকোনমিতে ৩৬ ম্যাচে তার শিকার ৪৭ উইকেট। আর মাত্র তিনটি উইকেট পেলেই ইতিহাসের প্রথম বোলার হিসেবে ২০ ওভারের বিশ্ব আসরে উইকেটের 'ফিফটি' হবে তার। সাকিবের পরে অবস্থান করছেন ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নেওয়া সাবেক পাকিস্তানি স্পিনার শহীদ আফ্রিদি। এছাড়া ব্যাট হাতে সাকিব ৩৬ ম্যাচে ২৩.৯৩ গড় ও ১২২.৪৪ স্ট্রাইক রেটে ৭৪২ রান করেছেন। হাফ সেঞ্চুরি তিনটি।