দেশের সব সন্ত্রাসী কর্মকান্ড তারেক রহমানের নির্দেশেই হয়: হানিফ

৩১ মে, ২০২৪ | ১০:১৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপি যে অরাজকতা করে তা বন্ধ হয়ে যাবে। কারণ এ দেশে যতো সন্ত্রাসী কর্মকাণ্ড সব বিএনপির নেতৃত্বে হয় এবং সেটা লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশেই হয়। শুক্রবার (৩১ মে) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া- ২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে হানিফ বলেন, তেলের দাম ১ টাকা হোক আর ২ টাকা বৃদ্ধি পাক তা সাধারণ মানুষের ওপর চাপ হয়। কিন্তু আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে। সারা পৃথিবীতে অর্থনীতিতে মন্দাভাব যাচ্ছে। আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি।