মাগুরায় ৫০০ কৃষককে বিনামূল্যে সার ও পিঁয়াজের বীজ বিতরণ

৩১ মে, ২০২৪ | ১০:৩২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

মাগুরা সদর উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পিঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ইয়াছিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব বীজ ও সার তুলে দেন। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো. তোফাজ্জেল হক প্রমুখ। ৫০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি গ্রীষ্মকালীন পিঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে।