ফরিদপুর শহরের আবাসিক হোটেলে পুলিশের অভিযানে আটক ১৪

৩১ মে, ২০২৪ | ১১:৪৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফরিদপুর শহরের নিউমার্কেট সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় হোটেল থেকে ১০ জন তরুণী ও ৪ তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকাল ৪টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে। শুক্রবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে একটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪ জনকে আটক করা হয়। একই সঙ্গে অসামাজিক কার্যকলাপে সহযোগিতা করার অভিযোগে হোটেলের দুজন কর্মচারীকেও আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান।