ঘূর্ণিঝড় রিমাল
সুন্দরবনে মাছ ধরতে যাওয়া ৩ জেলে এখনও বাড়ি ফেরেনি

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে তিন জেলে আর বাড়ি ফেরেনি। শুক্রবার (৩১ মে) জেলেদের পরিবার বিষয়টি গণমাধ্যমকে জানান। নিখোঁজ জেলেরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২), একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)। গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন হতে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। নিখোঁজ জেলের ভাই আবু সালেহ জানান, কোবাতক বনস্টেশন হতে গত ২৫ মে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। কিন্তু আজ পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এ নিয়ে পরিবারের সবাই উদ্বিগ্ন। বিষয়টি কোবাতক বনস্টেশন অফিসকে জানানো হয়েছে। কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেন জানান, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ জেড এম হাসানুর রহমান বলেন, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে তিন জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল রবিবার (২৬ মে) সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এতে পুরো খুলনা বিভাগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন।