১৮ তম লোকসভা নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ চলছে

১ জুন, ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ৭ম ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। শনিবার (১ জুন) সকাল ৭ টায় ভারতের ৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। গত ১৯ এপ্রিল শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। সাত ধাপের মধ্যে এ পর্যন্ত ছয় ধাপে ৫৪৩ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৪৮৬ আসনে। শনিবার সপ্তম ও শেষ ধাপে ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে ভোট। এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৪ জন প্রার্থী। শেষ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৪ লাখ, নারী ভোটার রয়েছে ৪ কোটি ৮২ লাখ। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ হাজার ৫৭৪ জন। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। শেষ দফায় ভোটগ্রহণ হচ্ছে উত্তর প্রদেশ ও পাঞ্জাবে ১৩টি করে আসনে। এ ছাড়া পশ্চিমবঙ্গের ৯টি, বিহারে ৮টি, ওড়িশায় ৬টি, হিমাচল প্রদেশে ৪টি, ঝাড়খন্ডে ৩টি এবং চন্ডিগড়ের একটি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে এই দফায় ভোট হচ্ছে শেষ ৯ টি আসনে। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে হবে ভোটগ্রহণ।