অবসরের ঘোষণা দিলেন ভারতীয় উইকেটকিপার দিনেশ কার্তিক

১ জুন, ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ভারতের জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিক তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের পর্দা নামিয়ে দিলেন। ২০০২-০৩ মৌসুমে শুরু হয়েছিল ক্রিকেট অধ্যায়, নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে সেটার ইতি টানলেন তিনি। নিজের ৩৯ তম জন্মদিনে কার্তিক বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করে আমি ক্রিকেট খেলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলাম এবং খেলোয়াড়ি জীবন পেছনে ফেলে সামনের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।’ কার্তিক সব ফরম্যাট মিলিয়ে ১৮০ ম্যাচে ভারতীয় জার্সি গায়ে মাঠে নেমেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৯৪ ওয়ানডের শেষটি খেলেছেন ২০১৯ সালে। গত মাসে আইপিএল প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তুলতে বড় অবদান রাখেন কার্তিক। ২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকে সবগুলো আসরেই খেলা সাত খেলোয়াড়ের একজন তিনি। এই সময়ে মাত্র দুটি ম্যাচে খেলেননি কার্তিক। ২০০৪ সালের সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে ভারতের জার্সি প্রথমবার গায়ে দেন কার্তিক। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি। ২০২২ সালে এই ফরম্যাটের সবশেষ বিশ্বকাপেও খেলেন। অবশ্য এই বিশ্বকাপেও থাকবেন তিনি, তবে ধারাভাষ্যকার হিসেবে।