টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলে হজে রাজকীয় অতিথি হবে পাকিস্তান!

পাকিস্তানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন। বৈশ্বিক ক্রিকেট ইভেন্টে পাকিস্তান ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন। নাওয়াফ বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের প্রতি আমার বার্তা, আল্লাহ চাইলে আপনারা এই টুর্নামেন্ট জিতবেন। পাকিস্তানি জনগণ বিশ্বকাপে দলের সাফল্য উদযাপন করবেন।’ তিনি আরও বলেছেন, ‘আমি পাকিস্তানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর পাকিস্তান দল আগামী বছর হজে রাজকীয় অতিথি হবে।’ ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা পাকিস্তান গত আসরে ইংল্যান্ডের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়। আগামী আসরে তাদের মিশন শুরু হবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। তারপর ৯, ১১ ও ১৬ জুন তারা খেলবে ভারত, কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে।