সুপার ওভারে নামিবিয়ার কাছে ধরাশায়ী ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান-নামিবিয়ার ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। সুপারওভারে ওমানকে ১১ রানে হারিয়ে শেষ হাসি হেসেছে নামিবিয়া। সোমবার (৩ জুন) বার্বাডোজে টস জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠায় নামিবিয়া। ব্যাটিংয়ে নেমে নামিবিয়ার বোলিং তোপে ১৯.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় ওমান। জবাবে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে সমান রান করে নামিবিয়া। পরে ম্যাচ গড়ায় সুপার ওভারে। বার্বাডোজের কেনসিংটন ওভালে নামিবিয়ার সুপার ওভারে জয়ের নায়ক ডেভিড ভিসা। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার সুপার ওভারে ব্যাট হাতে ৪ বলে তোলেন ১৩ রান, পরে বল হাতে আটকে দেন ওমান ব্যাটসম্যানদের। যে নৈপূণ্যে হন ম্যাচসেরাও। সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ২১ রান নেয় নামিবিয়া। ভিসে ৪ বলে ১ চার ও ১ ছক্কায় নেন ১৩ রান। আর দুই বলে ২ চারে ৮ রান নেন এরাসমাস। এতে সুপার ওভারে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ২১ রানে। জবাবে খেলতে নেমে সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান তোলে ওমান। ফলে ১১ রানে জয় পায় নামিবিয়া।