চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় ৬ বছরের শিশু নিহত

৩ জুন, ২০২৪ | ৫:২৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সামিউল ইসলাম কেশবপুর গ্রামের আইনাল হকের ছেলে। আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত শাহা জানান, শিশু সামিউল মাটি কাটা স্থানের পাশেই খেলা করছিল। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।