ভিসা পেয়েছেন এমপি আনারের মেয়ে ডরিন

৩ জুন, ২০২৪ | ১১:৫০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কলকাতায় নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কলকাতা যাচ্ছেন। সোমবার (৩ জুন) ভারতের ভিসা হাতে পেয়েছেন তিনি। কলকাতায় আজীমের দেহাংশ সন্দেহে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে, এর ডিএনএ পরীক্ষার জন্য ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে। এতদিন ভিসা জটিলতায় তার যেতে দেরি হচ্ছিল। সোমবার (৩ জুন) বিকালে ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডরিন নিজেই। তবে কবে নাগাদ ভারতেযাবেন তা নিশ্চিত করেননি তিনি। যেদিন এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া যায়, সেদিনই (গত ২২ মে) তার মেয়ে ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন। তবে ভিসা না পাওয়ার জটিলতায় যেতে পারছিলেন না তারা। এরইমধ্যে কলকাতার নিউ টাউনে সঞ্জিভা গার্ডেন ভবনের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে কিছু মাংসপিণ্ড উদ্ধার করার কথা জানায় পুলিশ। এগুলো এমপি আজীমের শরীরের অংশ কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে। তাই ডরিনকে কলকাতায় যেতে হচ্ছে। গত ২৯ মে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের ডরিন বলেছিলেন, আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল। ওরা বলেছিল একটা টেক্সট আসবে, ওটা রিসিভ করলে পাসপোর্টটা আজকেই দিয়ে দেবে হয়তো। ভিসাটা পেলেই ভারতে যাবো। এর আগে কলকাতা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রায় ২ মাস আগে থেকে পরিকল্পনা করে হত্যা করা হয় তাকে। এই ঘটনায় বাংলাদেশি নাগরিকরাই জড়িত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হত্যাকারী সন্দেহে বাংলাদেশে আটককৃত তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে হত্যার বীভৎস বর্ণনা। লাশ বা লাশের টুকরোর খোঁজে কলকাতার বিভিন্ন জায়গায় এখনও অভিযান চলছে।