পিএসজি ছেড়ে রিয়ালে কত টাকা বেতন পাবেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে ?

৫ জুন, ২০২৪ | ২:৪৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পে অবশেষে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। ৫ মৌসুমের জন্য তিনি খেলবেন লস ব্লাঙ্কোসদের হয়ে। ফ্রি ট্রান্সফারে যোগ দিলেও ফরাসি এই ফরোয়ার্ডের আয় কম হবে না। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী এমবাপ্পের বর্তমান মূল্য ১৮০ মিলিয়ন ইউরো। অথচ রিয়াল কোনো ফি ছাড়াই দলে ভিড়িয়েছে এই ফরোয়ার্ডকে। এছাড়া পিএসজি থেকে অনেক কম স্যালারি পাবেন এমবাপ্পে। ক্যাপলজির মতে, পিএসজিতে মৌসুমে ৭২ মিলিয়ন ইউরো পেতেন তিনি। আর এএসের মতে, রিয়ালে স্রেফ ১৫ মিলিয়ন ইউরো করে পাবেন। তবে স্যালারি কমের পাশাপাশি ফ্রি ট্রান্সফার ফি থাকলেও এমবাপ্পের আয়ের সুযোগ রয়েছে বেশিই। কারণ রিয়াল থেকে বড় এমাউন্টের সাইনিং বোনাস পেতে যাচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, এটির পরিমান হতে পারে প্রায় ১০০ মিলিয়ন ইউরো। তাছাড়া ইমেজ রাইটস থেকে পাওয়া মূল্যের ২০ শতাংশ পাবে রিয়াল, বাকি ৮০ শতাংশই পাবেন ফরাসি এই তারকা। এদিকে রিয়ালে ভেড়ালেও ঠিক কবে এমবাপ্পেকে প্রদর্শন করা হবে তা এখনও জানা যায়নি। উয়েফা ইউরোকে সামনে রেখে ফ্রান্স জাতীয় দলের হয়ে অনুশীলনে থাকার কারণে তা এখনও অনিশ্চিত।