জর্ডানের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন হেলাল সাইফুর রহমান

৫ জুন, ২০২৪ | ১১:১৬ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পেশাদার কূটনীতিক নুর-এ হেলাল সাইফুর রহমানকে জর্ডানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত নাহিদা সোবহানের স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নুর-এ হেলাল সাইফুর রহমান এখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তিনি ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর ও কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি করাচিতে ডেপুটি হাইকমিশনারও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নুর-এ হেলাল সাইফুর রহমান সিঙ্গাপুরের নানইয়াং বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।