মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্রুনাইয়ে নতুন নারী রাষ্ট্রদূত নওরিন আহসান

৫ জুন, ২০২৪ | ১১:১৯ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পেশাদার কূটনীতিক নওরিন আহসানকে ব্রুনাই দারুসসালামে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নওরিন আহসান দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড ও কানাডাতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিতেও কিছুদিন পরিচালক হিসেবে ডেপুটেশনে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নওরিন আহসান জলবায়ু রাজনীতি ও কূটনীতি বিষয়ে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।