মোদি-অমিত শাহ’র বিরুদ্ধে রাহুলের বিস্ফোরক অভিযোগ!

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে গত ৪ জুন। এই ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গান্ধীর প্রশ্ন, “স্টক মার্কেটে বিনিয়োগকারী ৫ কোটি পরিবারকে কেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট বিনিয়োগের পরামর্শ দিলেন? বিনিয়োগ পরামর্শ দেওয়া কি তাদের কাজ?” প্রসঙ্গত, ভোটের মাঝে স্টকমার্কেটে বিনিয়োগের জন্য জোরদারভাবে সরব হতে দেখা যায় অমিত শাহদের। তারপরই ৪ জুন ভোটের ফলাফল প্রকাশ হতে স্টকমার্কেটে ধরাশায়ী অবস্থা দেখা যায়। রাহুলের অভিযোগ, দেশের ‘সবচেয়ে বড় স্টক মার্কেট দুর্নীতিতে’ অমিত শাহ ও নরেন্দ্র মোদি ‘সরাসরি’ অভিযুক্ত, যে ঘটনায় রিটেল বিনিোগকারীরা ৩০ লাখ কোটি রুপি খুইয়েছেন। ঘটনার তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটির দাবি করেছে কংগ্রেস। সন্দেহের পারদ চড়িয়ে রাহুলের প্রশ্ন, “কেন একই ব্যবসায়িক প্রতিষ্ঠানের আওতায় থাকা মিডিয়া হাউসকে তারা সাক্ষাৎকার দেন, যে সংস্থা এমনিতেই স্টক নিয়ে কাটছাঁট ইস্যুতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার নজরে রয়েছে?” মোদি, শাহদের প্রতি রাহুলের তৃতীয় বিস্ফোরক অভিযোগ ছিল- “বিজেপি, ভুয়া এক্সিট পোলস্টার এবং সন্দেহজনক বিদেশি বিনিয়োগকারীরা যারা এক্সিট পোল ঘোষণার একদিন আগে বিনিয়োগ করে পাঁচ কোটি মানুষের বেতনের বিনিময়ে বিপুল মুনাফা করেছে তাদের মধ্যে কী সম্পর্ক? আমরা এ বিষয়ে জেপিসি (যৌথ সংসদীয় কমিটির আওতায় তদন্তের) দাবি করছি।” ভোটের ফলাফলের ৭২ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (৬ জুন) সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রাহুল। তার দাবি, “আমরা নিশ্চিত যে এটি একটি দুর্নীতি। কেউ ভারতীয় খুচরা বিনিয়োগকারীদের মূল্যে হাজার হাজার কোটি রুপি বানিয়েছেন এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তা (স্টক) কেনার ইঙ্গিত দিয়েছেন। তাই আমরা আজ এ বিষয়ে তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি দাবি করছি।” সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস