ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলবে ২০ লঞ্চ ও ১৮ ফেরি

৬ জুন, ২০২৪ | ১১:৩২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌযাত্রা নির্বিঘ্ন করতে ১৮টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। এ ছাড়া কোরবানির প্রাণীবোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হবে। বৃহস্পতিবার (৬ জুন) রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান নিজ কার্যালয়ে এক সভায় এ তথ্য জানান। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদে ঘরে ফেরা ও ঈদ পরবর্তী কাজে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পাঁচ দিন এবং পরে পাঁচ দিন পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত মোট ছয় দিন দৌলতদিয়া ঘাট দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী ট্রাক, কাঁচামালবাহী ট্রাক পার হতে পারবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে। ঈদের সময় লঞ্চে কোনও পণ্য পরিবহন করা যাবে না। দৌলতদিয়া ঘাটে পর্যাপ্ত আলোর জন্য লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে, অস্থায়ী পাবলিক টয়লেট স্থাপন করতে হবে, শিশুদের জন্য মাতৃদুগ্ধ পানের স্থান থাকতে হবে। রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া টার্মিনালে যানবাহনের ভাড়ার চার্ট টাঙানোর পাশাপাশি পরিবহনশ্রমিকদের কটি পরা নিশ্চিত করা, টার্মিনালে যানবাহন প্রবেশের ব্যবস্থা রাখতে হবে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮টি ফেরি, ২০টি লঞ্চ চলাচল করবে এবং চারটি ঘাট সচল থাকবে। প্রাণীবোঝাই ট্রাককে ঘাটে গিয়ে যেন অপেক্ষা করতে না হয় সে বিষয়ে নজর রাখা হবে বলে সভায় জানানো হয়েছে। ঘাটে চাঁদাবাজ, দালাল নির্মূলে ঘাট এলাকাসহ সড়কে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। জেলা প্রশাসক বলেন, ‘ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটের চাপ কমে এসেছে। তারপরও কোরবানি ঈদে ঘরমুখো মানুষের চাপের পাশাপাশি এবার প্রাণীবাহী ট্রাক নদী পারাপার হবে। সব বিষয়ে জেলা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করবে।’