‘এই জয় উগান্ডার জন্য বিশাল’

প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলার আনন্দের রেশ কাটতে না কাটতেই জয়ের খুশিতে মাতোয়ারা উগান্ডা ক্রিকেট দল। বৃহস্পতিবার (৬ জুন) সকালে উচ্ছ্বাসে ভেসেছে আফ্রিকান দেশটি। ইতিহাস গড়েছে পাপুয়া নিউগিনিকে হারিয়ে। দলটির অধিনায়ক ব্রায়ান মাসাবা ও তার সতীর্থরা বুঝতে পারছেন না কী শব্দ দিয়ে এই অনুভূতির বর্ণনা করা যায়। মাসাবা সংবাদ সম্মেলনে বলেছেন, তারা কী অর্জন করেছে সেটা পুরোপুরি বোঝার জন্য সম্ভবত ভালো একটা ঘুম দরকার। তিনি বলেছেন, ‘হ্যাঁ, এটা উগান্ডার জন্য অবশ্যই বিশাল। এটা বলার আর অন্য কোনও উপায় নেই। উগান্ডার ক্রিকেটের জন্য এটা অনেক বিশাল ব্যাপার। বিশ্বকাপে খেলা এক জিনিস, আর বিশ্বকাপে জেতা একেবারে ভিন্ন কিছু। এখনও বুঝে উঠতে পারছি না ব্যাপারটা।’ মাসাবা আরও বলে গেলেন, ‘এই অর্জনের গুরুত্ব বুঝতে সম্ভবত আমাদের ঘুমাতে হবে। কিন্তু আমরা দারুণ সব ভক্তদের পেয়েছি। আমি বলতে চাচ্ছি, তারা বিশ্বের অর্ধেক ঘুরে এখানে এসেছে, সাক্ষী হয়েছে এটার। আমি নিশ্চিত এটা তাদের প্রত্যাশার চেয়ে বেশি কিছু। উগান্ডা ছাড়ার সময় তারা এমন কিছু কল্পনা করেনি।’ ভক্তদের জয় উপহার দিতে পেরে উচ্ছ্বসিত তিনি, ‘দল হিসেবে তাদের জয় এনে দেওয়া ছিল বিশেষ। যারা এখন দেশে আছে, উগান্ডায় এখন ভোর সাড়ে পাঁচটা বাজে। তারা সারা রাত জেগেছে খেলা দেখার জন্য। আশা করি তারাও আমাদের মতো উচ্ছ্বসিত হয়ে আছে। হ্যাঁ, অবশ্যই এটা বিশেষ অনুভূতি।’