বাজে পারফর্ম্যান্সে যুক্তরাষ্ট্রের কাছে হারলো পকিস্তান

১৬০ রানের ছোট লক্ষ্য দিয়ে সহজেই হারের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। কিন্তু ডেথ ওভারে দারুণ বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে দেয় তারা। যদিও শেষ ওভারে হারিস রউফের বাজে বোলিংয়ে সুযোগে ম্যাচ বের করে নিয়ে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। সুপার ওভারে মোহাম্মদ আমির তিনটি ওয়াইডসহ খরুচে বোলিং করেন। ১৮ রান তুলে ফেলে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্য পূরণ করতে পারেনি পাকিস্তান। চমৎকার প্রত্যাবর্তনের আভাস দিলেও প্রথমবার কোনও আইসিসির সহযোগী দেশের কাছে হারতে হয় তাদের। অবশ্য এই অনাকাঙ্ক্ষিত পরিণতির জন্য নিজেদের দুষলেও যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচ শেষে নিজেদের দায় এড়াননি ইনিংস সেরা পারফরম্যান্স করা পাকিস্তানি ব্যাটার, ‘আমরা ব্যাটিংয়ে প্রথম ৬ ওভার ভালোভাবে কাজে লাগাতে পারিনি। আমরা মোমেন্টাম ফিরে পেয়েছিলাম, কিন্তু টানা উইকেটের ধাক্কা লাগে জোরেশোরে। (বোলিংয়ে) আমরা প্রথম ৬ ওভারে ভালো করতে পারিনি। উইকেট নিতে পারিনি, স্পিনাররাও পারেনি। শেষের দিকে ঘুরে দাঁড়ালেও আমরা ভালোভাবে শেষ করতে পারিনি। আশা করি ভবিষ্যতে ভালো করবো।’ যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিয়ে বাবর বলেন, ‘(ফল) আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। সব কৃতিত্ব যুক্তরাষ্ট্রের, তারা তিন বিভাগেই ভালো করেছে। এজন্যই তারা জিতেছে। পিচে আর্দ্রতা ছিল। পেশাদার হিসেবে, আমাদের আরও ভালোভাবে কন্ডিশন মূল্যায়ন করার দরকার ছিল।’