এয়ারপোর্টে জওয়ানের হাতে কঙ্গনা চড় খেলেন কেন ?

৭ জুন, ২০২৪ | ৪:১৩ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

জীবনে প্রথমবার লোকসভা নির্বাচনে জিতেই বলিউড কুইনকে চড় খেতে হলো বিমানবন্দরে কর্তব্যরত এক জওয়ানের হাতে! তাও আবার প্রকাশ্য দিবালোকে। জানা গেছে, বৃহস্পতিবার (৬ জুন) মোহালি বিমানবন্দর হয়ে দিল্লি যাচ্ছিলেন মান্ডির জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা। মোহালি বন্দরে নিরাপত্তার বেড়াজাল থাকে। অভিযোগ রয়েছে, সেই নিরাপত্তা টপকাতে বিশৃঙ্খলা করেছিলেন কঙ্গনা। তাতেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিআইএসএফ মহিলা জওয়ান তাকে চড় মেরে বসেন! কর্তব্যরত মহিলা জওয়ানের দাবি, কঙ্গনা নাকি কৃষক আন্দোলনের সময় পাঞ্জাবের সমস্ত মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যে আন্দোলনের একজন ছিলেন এই জওয়ানের মা। মূলত তার প্রতিবাদেই কঙ্গনাকে হাতের কাছে পেয়ে চড় মারেন ওই জওয়ান। কঙ্গনা জানিয়েছেন, এই নিয়ে তিনি হেস্তনেস্ত করবেন দিল্লি গিয়ে। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন। জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায়। সেই কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করেছে সিআইএসএফ। পাশাপাশি, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। এবারই নয়, আগেও কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনের সময় পাঞ্জাবের কৃষকদের খালিস্তানি বলে মন্তব্য করে বিতর্কে জড়ান কঙ্গনা। তখন বিখ্যাত পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাগযুদ্ধ চলে কঙ্গনার। তখন অনেকেই ‘কুইন’ খ্যাত অভিনেত্রীকে তিরস্কার করেন। এবার প্রকাশ্যে চড় খেলেন কঙ্গনা। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিউড এবং জাতীয় রাজনীতিতে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস