রাজধানীতে জাল টাকার কারবারি আটক; কারখানায় অভিযান

৮ জুন, ২০২৪ | ১১:৩৩ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

রাজধানী ঢাকার কদমতলীর দনিয়ায় কারখানাসহ জাল কোটি টাকার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর ডিবি পুলিশের লালবাগ বিভাগ। শনিবার (৮ জুন) সকালে অভিযান চালিয়ে জাল টাকার মাফিয়া জাকিরকে আটক করা হয়েছে। ডিবি-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দনিয়ায় কারখানাসহ জাল কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এসময় অভিযান চালিয়ে মাফিয়া জাকিরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হবে।