ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝিনাইদহে যুবকের মৃত্যু

৮ জুন, ২০২৪ | ১:২২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝিনাইদহে হাসানুজ্জামান নাহিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) ভোররাতে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, গত শুক্রবার সকালে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসানুজ্জামানকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা। সেসময় চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিকেল সাড়ে ৫ টার দিকে তার অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এতথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম জানান, গতকাল সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে যাওয়ায় পরামর্শ দেওয়া হয়। সেখানে আজ ভোররাতে ওই রোগী মারা গেছে বলে শুনেছি।