ভাসমান বন্দর দিয়ে গাজায় ত্রাণ প্রবেশ করবে: ইসরায়েল

৮ জুন, ২০২৪ | ৫:৫১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

মার্কিন-নির্মিত ভাসমান বন্দর দিয়ে গাজায় আবারও মানবিক সহায়তা প্রবেশ করবে বলে জানিয়েছে ইসরায়েল। শনিবার (৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, কাঠামোগত মেরামত সম্পন্ন হলে আগামী কয়েকদিনের মধ্যেই বন্দরটি দিয়ে ত্রাণ প্রবেশ করতে পারবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে, গাজার উপকূলের অস্থায়ী বন্দরটি পুনর্নির্মান করা হচ্ছে। এই বন্দর দিয়ে ত্রাণ প্রবেশ শুরু হওয়ার দুই সপ্তাহ পরই কাঠামোর কিছু অংশ ভেঙে গেলে সাময়িকভাবে এটি সরিয়ে নেওয়া হয়। গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল তা প্রশমণে মানবিক সহায়তা প্রবেশের জন্য অস্থায়ী এই বন্দরটি স্থাপন করা হয়। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করেছিল। এর প্রতিক্রিয়ায় ওইদিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।