প্রেমের টানে চট্টগ্রামে শ্রীলঙ্কান তরুণী পচলা

প্রেমের টানে এবার চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসেছেন পচলা নামের এক শ্রীলঙ্কান তরুণী। বর দুবাই প্রবাসী মোহাম্মদ মোরশেদ। তিনি ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৬ জুন) ১ লাখ এক টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার (৭ জুন) রাতে তাদের বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে। মোরশেদের ছোট ভাই মোহাম্মদ রাকীব বলেন, ‘আমার ভাই মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে তিন বছর আগে তাদের পরিচয় হয়। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে দেশে আসেন। বৃহস্পতিবার তাদের আকদ এবং শুক্রবার বিয়ে পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ে উপলক্ষে পচলা এবং তার পরিবার বাংলাদেশে এসেছেন।’ তিনি বলেন, ‘বিয়ের পর নবদম্পতিকে দেখতে আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা দেখতে ভিড় করেছেন।’