ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রকিবুল হক
১০ জুন, ২০২৪ | ১০:৫৪ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

পেশাদার কূটনীতিক এ টি এম রকিবুল হককে ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি রাষ্ট্রদূত মো. মুনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা রকিবুল হক বর্তমানে পররাষ্ট্র সদর দফতরে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসাবে কর্মরত আছেন। এর আগে তিনি দিল্লিতে ডেপুটি হাই কমিশনার হিসাবে কাজ করেছেন। তিনি ইসলামাবাদ, হেগ এবং নিউ ইয়র্কে জাতিসংঘ স্থায়ী মিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী রকিবুল হক বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।