চট্টগ্রামে ছাত্রকে পেটানোর দায়ে মাদ্রাসাশিক্ষক আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রকে পেটানোর দায়ে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে থানা পুলিশ। রোববার (৯ জুন) বেলা ৩ টার দিকে মাদ্রাসা তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষকের নাম মো. আব্দুল্লাহ। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে অবস্থিত তানযিমুল মোমীন হেফজখানার শিক্ষক ও চুনতি ইউনিয়নের হাটখোলা মুড়ার বাসিন্দা বশির আহামদের পুত্র। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মে সকাল ৬টার দিকে ওই মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ আল মুহিতকে (১৩) কুরআন শরীফ রাখার স্ট্যান্ড (রেহেল) দিয়ে আঘাত করে। এতে স্ট্যান্ড ভেঙে গিয়ে ছাত্রটির চোখে মারাত্মক জখম হয়। আহত শিশুটির মা রেনু আরা বলেন, শিক্ষক আব্দুল্লাহ প্রায় সময় রাগান্বিত হয়ে আমার ছেলেকে মারধর করেন। ওই দিন ও আমার ছেলেকে স্ট্যান্ডের আঘাতে তার চোখে মারাত্মক জখম সৃষ্টি হয়েছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা করেছি। কোনো সমাধান না পাওয়ায় লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছি। লোহাগাড়া থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি রাশেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি মামলা হয়েছে। আটককৃত শিক্ষককে আদালতে প্রেরণ করা হবে।