মণিরামপুরে রাইস মিলে নিয়ন্ত্রণহীণ ট্রাকের ধাক্কায় নিহত ২

১০ জুন, ২০২৪ | ২:৩০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

যশোরের মণিরামপুর উপজেলার বেলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অটো রাইস মিলে ঢুকে পড়ায় ট্রাকচালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ জুন) সকারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– যশোরের মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমান (৮৫) এবং ট্রাকের হেলপার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভাটা এলাকার আনু মিয়া (৫০)। পুলিশ জানায়, গাজীপুরের ট্রাকচালক নূরুল ইসলাম (৪২) গাজীপুর থেকে সরকারি প্রজেক্টের পানির ট্যাংক নিয়ে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি (ঢাকা মেট্রো-ড-১২-০৪৪০) মণিরামপুর উপজেলার বাঁধাঘাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর ব্যাপারী রাইস মিলের গেটের সাইডে ঢুকে যায়। এ সময় দোকানে চা পানরত অবস্থায় আব্দুর রহমান ও ট্রাকের হেলপার আনু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন চালকসহ দুজনকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ট্রাক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় ট্রাকচালক সামান্য আহত হয়েছেন। তাকে আটক করা হয়েছে।’