রাজধানীতে পৃথক অভিযানে অবৈধ সিমসহ ভিওআইপি সরঞ্জাম জব্দ, আটক ২

রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের ৩০ হাজার অবৈধ সিম কার্ড ও বিটিআরসি’র অনুমোদনহীন ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অবৈধ ভিওআইপি ব্যবহার করে দেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগ ব্যবসা করার অভিযোগে মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহিম রাজ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ জুন) রাতে খিলগাঁও ও সোমবার (১০ জুন) সকালে পল্টনেরে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। পরে সোমবার (১০ জুন) দুপুরে সংবাদ সম্মলেনে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর। তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ সোমবার সকালে নয়াপল্টনের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম, চার রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, রবিবার (৯ জুন) রাতে খিলগাঁও থেকে গ্রেফতারকৃত রহিম তিন বছর ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালাচ্ছে। এভাবে তারা সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।