খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার খোকসায় ৪ বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণীর ছাত্র আমান হাসান (১৪) নিখোঁজ রয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০ টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আমান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্র। সে একতারপুর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী মো. শামীম হাসানের ছেলে। সন্তানকে ফিরে পেতে গড়াই নদীর পাশে আহাজারি করছে বাবা-মা ও স্বজনরা। আমানের বাবা শামীম হাসান জানান আমার ছেলে স্কুলে যাওয়ার আগে ভাড়া বাসা থেকে গোসল করার উদ্দেশ্যে গড়াই নদীতে আসে। এরপর থেকে আর আমরা তাকে ফিরে পাইনি। নদীতে পানি বাড়ায় এখন বেশ স্রোত বইছে। গোছলের সময় সাথে থাকা তিন বন্ধু নোমান, শাকিল, জনি নদী থেকে উঠে আসলেও আমান উঠতে পারেনি। খোকসা উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, সকাল ১০টা ৫৫ মিনিটে সংবাদ পাই আমরা। ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। সেই সঙ্গে খুলনা থেকে ডুবুরি দল ডাকা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন খোকসা উপজেলা চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত।