বগুড়ায় স্কুলছাত্র হত্যা

১০ জুন, ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু নামের এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিসান বাবু ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো। কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুউজ্জামান রাসেল জানান, সুতানারা গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর মৌজার মধ্যে অবস্থিত। যে ছেলে খুন হয়েছে সে ধুনট উপজেলার। এটা ধুনট ও সারিয়াকান্দি উপজেলার পাশাপাশি এলাকা। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৩ জন জমির মধ্যে মারামারি করছিল। এর মধ্যে একজন ছেলে পালিয়ে জিসানের বাড়িতে খবর দেয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন জিসানকে মৃত অবস্থায় দেখতে পান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।