কুমারখালিতে সৎ পিতার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, পরে গর্ভপাত

কুষ্টিয়ার কুমারখালীতে সৎ পিতার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এক কিশোরী (১৪)। পরে তাকে গর্ভপাত করানো হয়। এ ঘটনায় অভিযুক্তকে আটকের পর আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১০ জুন) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্তের নাম মিজানুর রহমান (৩৩)। তিনি পেশায় একজন দিনমজুর। ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। পুলিশ, স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৭ সালে মিজানুর রহমানের সঙ্গে ঐ কিশোরীর মায়ের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজানুর শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকেন। প্রায় ৫ মাস আগে রাতে ফাঁকা বাড়িতে ঐ কিশোরীকে ধর্ষণ করেন। পরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানো হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার (১০ জুন) সকালে কুমারখালি থানায় একটি মামলা দায়ের করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্তকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।