চট্টগ্রাম বোর্ডে ফল পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১০২ পরীক্ষার্থী
১১ জুন, ২০২৪ | ১১:২৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ২৮ হাজার ৩৫১ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৬০ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১০২ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (১১ জুন) এসএসসি ২০২৪-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলসংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান। তিনি বলেন, ‘এবার এসএসসিতে ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী সর্বমোট ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ২ হাজার ৬০ জনের। মোট জিপিএ বেড়েছে ৮৭১ জনের। ফেল থেকে পাস করেছে ১০২ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং ১ হাজার ১৮৯ জনের মার্কস বাড়লেও জিপিএ বাড়েনি।’