মণিরামপুরে শিশু ধর্ষণের মামলায় আটক ২

১২ জুন, ২০২৪ | ৭:৫৮ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

যশোরের মণিরামপুর উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (১১ জুন) গভীর রাতে উপজেলার ভরতপুর ও ঘুঘুদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভুক্তভোগী কিশোরীর নানা ও অপরজন স্থানীয় একটি বিদ্যালয়ের দফতরি। বুধবার (১২ জুন) বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পাঁচ বছর আগে বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় মায়ের ফুফার (কিশোরীর নানা) বাড়িতে থাকতো। আট-নয় মাস আগে ফুফু মারা গেলে তাকে মা নিজের কাছে নিয়ে যেতে চান। কিন্তু নানা রেখে দেন। কিশোরীর বিদ্যালয়ের দফতরি মাঝেমধ্যে ওই বাড়িতে যেতো। এ সুযোগে তার সহযোগিতায় মেয়েটিকে গত নভেম্বর মাস থেকে ধর্ষণ করে আসছিল নানা। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ১ জুন মেয়েটির মা অন্তঃসত্ত্বার খবর জেনে মামলা করতে চাইলে ভয়ভীতি দেখানো হয়। মঙ্গলবার র‌্যাবের সহায়তায় মণিরামপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে র‌্যাব। বুধবার বিকালে তাদের মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়।’