বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৫৫৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার

১২ জুন, ২০২৪ | ৮:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় আন্তর্জাতিক সীমান্তে স্বর্ণ পাচারের একটি চেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ জওয়ানরা। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিএসএফ-এর বর্ডার পোস্ট বানপুর, ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এ সময় ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছেন। বিএসএস সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার উদ্ধার করেন জওয়ানেরা। চোরাকারবারীরা যখন এই সোনার চালান বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল তখনই হেফাজতে নেওয়া হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৫৪.৯ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য ৩৯.৭৪ লাখ রুপি।