ঘুষ গ্রহণের অভিযোগে চসিকের দুই প্রকৌশলী ওএসডি

১২ জুন, ২০২৪ | ১০:৫৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ঘুষ গ্রহণের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই প্রকৌশলী কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১২ জুন) চসিকের সচিব আশরাফুল আমিন এই অফিস আদেশ জারি করেন। অভিযুক্ত দুই প্রকৌশলী হলেন- চসিকের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন। চসিকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে ৩ কোটি ২১ লাখ টাকার উন্নয়ন কাজে ৬১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। চসিকের অফিস আদেশে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিনকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান পূর্বক প্রধান কার্যালয়ে সচিবালয় বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হল।” জানা গেছে, ঘুষ নেওয়ার ঘটনা তদন্তে চসিক ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমীকে কমিটির আহবায়ক, চসিকের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে সদস্য ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।