ত্রিশালে আন্তঃজেলা চোর চক্রের ৬ জন আটক

১২ জুন, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ময়মনসিংহের ত্রিশালে দস্যুতা মামলার আন্তঃজেলা চোর চক্রের ৬ আসামিকে ্হআটক ও তাদের কাছ থেকে ১টি ট্রাক ও ২টি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাতে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার মোঃ মিন্টু মিয়ার ছেলে চুন্নু মিয়া (২৮), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মৃত চান মিয়ার ছেলে ওমর ফারুক (৩০), মৃত কালু মিয়ার ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩২), নেত্রকোনার আটপাড়ার মৃত সুকন মিয়ার ছেলে প্রাইভেট কার ড্রাইভার মোঃ রবিউল আওয়াল (৩০), নেত্রকোনা সদর উপজেলার মৃত আ: হাফিজের ছেলে প্রাইভেট কার ড্রাইভার মোঃ আজিজুল হক ও মৃত আমিনুল হকের ছেলে মোঃ কাউসার উদ্দিন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।