বিচারকের আসনে ভাইরাল আইনজীবী পিয়া জান্নাতুল!
১৩ জুন, ২০২৪ | ৭:৩৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

শোবিজ জগতে পরিচিত নাম পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী- তিন পরিচয়েই জনপ্রিয় তিনি। সম্প্রতি আইনজীবীর পোশাকে লাবণ্যময়ী হাসি দিয়ে সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হয়েছেন এই অভিনেত্রী। সেই পিয়া জান্নাতুল এবার বিচারক হিসেবে হাজির হচ্ছেন বিটিভির পর্দায়। ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে প্রচার হবে রম্য বিতর্ক। এবারের বিতর্কের বিষয় ‘বিয়ের আগে প্রেম জমে, বিয়ের পরে প্রেম কমে’। রুবাইয়াত রাকিবের গবেষণা ও উপস্থাপনায় এখানে অংশ নিয়েছেন দেশের স্বনামধন্য বিতার্কিকরা। এই রম্য বিতর্কের বিচারকের দায়িত্ব পালন করেছেন পিয়া জান্নাতুল। আল মামুনের প্রযোজনায় ঈদের তৃতীয় দিন দুপুর ১টা ১০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।