পশু বিক্রির টাকাসহ ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে দেবে পুলিশ : আইজিপি

কোরবানির পশু ব্যবসায়ীরা চাইলে টাকা-পয়সাসহ নিরাপত্তা দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিতে পুলিশ টিম প্রস্তুত আছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘কোনও ব্যবসায়ীর কাছে বড় অঙ্কের নগদ টাকা থাকলে আমরা তাদের সেবা দিতে প্রস্তুত। আমাদের পুলিশ টিম সব সময়ের জন্য প্রস্তুত আছে।’ ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১৪ জুন) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ বিভাগও সতর্ক থাকবে। যারা বাড়িতে যাচ্ছেন, যাদের সিসি টিভি আছে, তাদের সিসি টিভি সচল আছে কিনা খেয়াল রাখুন। ক্যামেরার দিক ঠিক আছে কিনা খেয়াল করুন। আমরা মহাসড়কে সিসিটিভি স্থাপন করেছি, ড্রোন স্থাপন করেছি। মহাসড়কে অনেক সময় চালকরা গাড়ি না চালিয়ে হেলপার দিয়ে গাড়ি চালায়। আমরা অনুরোধ করবো, হেলপার নয়, চালকরা গাড়ি চালাবেন।’ চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পশু নিয়ে গন্তব্যে যাওয়ার পথে যে কেউ চাঁদা দাবি করলে, গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনও সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না।’ হাটে কেউ হয়রানির শিকার হলে ৯৯৯ এ ফোন করার পরামর্শ দেন আইজিপি। পরিদর্শনের সময় আরও ছিলেন– জিএমপি কমিশনার মাহবুব উর রহমান, উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন, গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) নাজির আহমেদ, উপ-কমিশনার আবু তোরাব মো. শামসুর রহমান প্রমুখ।