চট্টগ্রামে আবাসিক এলাকার গুদাম থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

চট্টগ্রামের একটি আবাসিক এলাকার গুদামঘর থেকে আবু মোতালেব নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বিকালে নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার ‘জাহানারা ম্যানসন’ নামে একটি ৩ তলা ভবনের নিচতলার গুদাম থেকে লাশটি উদ্ধার করা হয়। হালিশহর থানা পুলিশের এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিহত আবু মোতালেব কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা। জাহানারা ম্যানশনে থাকতেন। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।’ হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি গুদাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গুদামটি ৩ তলা ভবনের নিচতলায়। এটির ভেতর থেকে দরজা বন্ধ করা ছিল। গুদামের ভেতর পচাগলা অবস্থায় লাশটি পাওয়া যায়। কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে। ওই ব্যক্তির ইলেকট্রনিক পণ্যের দোকান আছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন।’