ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট, ক্রমেই বাড়ছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকামুখী লেনের দাউদকান্দির টোল প্লাজা এলাকা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই যানজট পৌঁছেছে। শুক্রবার (১৪ জুন) দুপুর থেকে ধীরগতি থাকলেও সন্ধ্যায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) যানজট অব্যাহত ছিল। ধীরে ধীরে যানজটের আয়তন আরও বৃদ্ধি পাচ্ছে। তবে কখন এই যানজট থেকে নিস্তার মিলবে এমন কোনও তথ্য জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সারিসারি পরিবহন দাঁড়িয়ে আছে। এদিকে ধীরগতিতে চলছে কুমিল্লার আলেখারচর থেকে চান্দিনা পর্যন্ত। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর থেকে পরিবহনের চাপ বেড়েছে। টোল প্লাজায় টোল নেওয়ার সময় যানজট সৃষ্টি হয়েছে। টোল কর্তৃপক্ষেরও কোনও দোষ নেই। ওনারা ঠিকই নিচ্ছেন। কিন্তু পরিবহনের চাপ এত বেশি যে টোল প্লাজাও হিমশিম খাচ্ছে।’ কখন নাগাদ এই যানজট ছাড়তে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটার কোনও ধারণা করতে পারছি না। কারণ, জটলা অনেক লম্বা। আমরা কাজ করছি। আশাবাদী দ্রুতই সব ঠিক হয়ে যাবে।’