সাংবাদিক নির্যাতন করা সাতক্ষীরা পৌরসভার সেই সিইও অবশেষে বদলি

১৫ জুন, ২০২৪ | ১১:০৮ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে নির্যাতন করা সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী (সিইও) নাজিম উদ্দিনকে ভোলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) তাকে ভোলা পৌরসভায় বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। প্রসঙ্গত, ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে এই নাজিম উদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগ পৌর মেয়র তাশকিন আহমেদ চিশতি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি অনুলিপি পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এ ছাড়া নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ নাজিম উদ্দিনের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দেয়। এদিকে সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন কর্তৃক কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলা ও সর্বশেষ সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ বিভিন্নস্থানে নিরীহ মানুষকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাংবাদিক সমাজের ব্যানারে গত ৪ জুন দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করা হয়।