বন্যা পরিস্থিতির কারণে ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত

১৫ জুন, ২০২৪ | ১১:২৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ফ্লোরিডায় বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি ম্যাচ পরিত্যক্ত হলো। ভারত ও কানাডার নিয়মরক্ষার ম্যাচের টসও হলো না। ভেজা আউটফিল্ডের কারণে প্রায় দেড় ঘণ্টা পর খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। শুক্রবার আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচেও টস হয়নি। তাতে করে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয় এবং যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করে। ভারত ও কানাডার ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল না। ‘এ’ গ্রুপ থেকে আগেই ভারত ও যুক্তরাষ্ট্র সুপার এইট নিশ্চিত করেছে। ভারত টানা ৩ ম্যাচের জয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে। আর কানাডা আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়। এই গ্রুপের শেষ ম্যাচ হবে রবিবার (১৬ জুন), পাকিস্তান ও আয়ারল্যান্ড মুখোমুখি হবে রাত সাড়ে ৮ টায়।