মেহেরপুরে ঐতিহ্যবাহী আম-চিড়া-দই উৎসব অনুষ্ঠিত

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার নানা ঐতিহ্যবাহী সংস্কৃতি। তবে নানা উদ্যোগে এসব সংষ্কৃতি টিকিয়ে রাখার চেষ্টা বিদ্যমানও রয়েছে। তেমনি এক সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে দই, লাল ধানের চিড়া ও হিমসাগর আমের উৎসব। শনিবার (১৫ জুন) সকালে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে আম, চিড়া, দই ও মিষ্টির এ আয়োজন করা হয়। উৎসবের সমন্বয়ক হাসানুজ্জামান মিলন জানান, একটা সময় এ মৌসুমে আমন ধান উঠলে বাড়ি বাড়ি নতুন ধানের চিড়া, বাগানের আম ও বাড়িতে তৈরি দই, মিষ্টি দিয়ে জামাই আপ্যায়ন করা হতো। অতিথিদের আপ্যায়নেও থাকতো এসব খাবার। বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে ফাস্টফুডের দোকানই হয়েছে ভরসা। নতুন আত্মীয়তায় দেখাশোনাও করা হয় রেস্টুরেন্টে। তাই আগামী নতুন প্রজন্মকে জানাতে আর পুরানো সংস্কৃতিকে স্মরণ করতেই এ আয়োজন করা হয়েছে। এ বিষয়ে উদ্যোক্তা রাজু আহমেদে বলেন, এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে। প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহ্যবাহী এ আয়োজন করা হয়েছে। উৎসবে সমন্বয়ক জারাফাত ইসলাম, অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, হাসানুজ্জামান মিলন, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।