দর্শনা চেকপোস্টে ১৯ হাজার ডলারসহ বাংলাদেশী আটক

১৬ জুন, ২০২৪ | ১২:০১ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১৯ হাজার ১০০ ইউএস ডলারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ জুন) সকালে দর্শনা চেকপোস্টে ভারত থেকে বাংলাদেশে আসা ওই যাত্রীর কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম সালাম মিয়া (৩৬)। তিনি শরীয়তপুরের জাজিরা থানার হাজী মকবুল খালাসীকান্দি গ্রামের হাশেম মাতুব্বরের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ১৯ হাজার ১০০ ইউএস ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি। তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, বিজিবি তাদের প্রক্রিয়া শেষে ওই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।