প্যারিস অলিম্পিকের স্বপ্নভঙ্গ হলো দিয়ার

গতবার ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিও অলিম্পিকে খেলেছিলেন দিয়া সিদ্দিকী। এবার তার নাম প্যারিস অলিম্পিকের জন্য দেওয়া হয়নি। তবে তুরস্কে চলমান প্যারিস অলিম্পিকে কোটা প্লেসের লড়াইতে হেরে শেষ সুযোগটি হারিয়েছেন তিনি। রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর আজ নারীদের ব্যক্তিগত ইভেন্টে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালের আগেই বাদ পড়েছেন। নারী রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে খেলছেন দিয়া সিদ্দিকী ও শিমু আক্তার। দিয়া এলিমিনেশন রাউন্ডের ১/৪৮ পর্বে ডেনমার্কের আর্চারকে ৭-৩ সেট পয়েন্টে হারান। ১/২৪ পর্বে দিয়ার প্রতিপক্ষ ছিলেন স্বদেশী শিমু আক্তার। এক সেট হাতে রেখেই শিমুকে ৬-২ সেট পয়েন্টে হারান দিয়া। ১/১৬ পর্বে অবশ্য থেমে যায় বাংলাদেশের অন্যতম সেরা আর্চারের পথচলা। স্লোভেনিয়ার তিনকারার সঙ্গে ৭-৩ সেট পয়েন্টে হেরে গিয়ে অলিম্পিক রেস থেকে বিদায় নিয়েছেন। এবার অলিম্পিক কোটা প্লেস নিশ্চিত করতে না পারায় দিয়ার টানা দুই অলিম্পিক খেলা হচ্ছে না। আগামীকাল (১৭ জুন) সোমবার শেষ দিন রয়েছে রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের খেলা। বাংলাদেশের তিন আর্চারের যে কেউ ব্রোঞ্জ পদক জিতলে সরাসরি অংশগ্রহণের সুযোগ মিলবে।