গাজায় ইসরায়েলের কৌশলগত বিরতি ঘোষণা

১৬ জুন, ২০২৪ | ৪:৩৫ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ত্রাণ প্রবেশের জন্য দক্ষিণ গাজায় কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। রবিবার (১৬ জুন) ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অঞ্চলটির কিছু অংশে তাদের সামরিক কার্যকলাপে প্রতিদিন কৌশলগত বিরতি দেওয়া হবে। সেখানে ক্রমবর্ধমান মানবিক সংকটের বিষয়ে সতর্ক করে আসছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। কেরেম শালোম ক্রসিং থেকে সালাহ আল-দিন রোড এবং উত্তর দিকে যাওয়ার রাস্তায় ধরে এ বিরতি দেওয়া হবে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সামরিক কার্যকলাপ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। সামরিক বাহিনী আরও বলেছে, কৌশলগত বিরতি দেওয়া হলেও রাফাহ শহরে যুদ্ধ অব্যাহত থাকবে। সেখানে ইসরায়েল সশস্ত্র ইসলামী হামাস গোষ্ঠীর অবশিষ্ট ব্রিগেডদের লক্ষ্যবস্তু করছে তারা।