ইসরায়েল হামাসের পাতা ফাঁদে পড়ছে : জর্জিয়া মেলোনি

১৬ জুন, ২০২৪ | ৪:৩৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

গাজা যুদ্ধে ইসরায়েল হামাসের পাতা ফাঁদে পড়ছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শনিবার (১৫ জুন) ইতালির দক্ষিণাঞ্চলীয় পুলিয়ার একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত ৩ দিনের সম্মেলনের শেষ দিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন জর্জিয়া। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের। ইসরায়েল নিয়ে জর্জিয়ার মন্তব্যটি সবাইকে অবাক করেছে। তিনি বলেছেন, ইসরায়েল একটি ফাঁদে পড়েছে। আর এই ফাঁদ দেশটির জন্য পেতেছে হামাস। আর সেটি হলো ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা। হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন করা, আর সেটি কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ৭ অক্টোবর থেকেই নারী ও শিশুদের ওপর হামলা চলছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে কাজ করছি। প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন জর্জিয়া। ইউরোপে একটি নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে জর্জিয়া তার ভূমিকা নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জর্জিয়া আরও বলেন,ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে জি৭ নেতারা রাজি হলেও ইইউ তাতে সরাসরি অবদান রাখবে না।