এবার মালয়েশিয়ায় পদক পেলেন মাহফুজুর

১৬ জুন, ২০২৪ | ৪:৪০ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কিছু দিন আগে ইরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে হাইজাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মাহফুজুর রহমান। এবার মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতলেন এই হাইজাম্পার। মালয়েশিয়ার পাহাংয়ে দারুল মাকমুর খাতুন স্টেডিয়ামে রবিবার (১৬ জুন) হাইজাম্প ইভেন্টে মাহফুজ ২.১০ মিটার লাফিয়ে পদক নিশ্চিত করেছেন। এই টুর্নামেন্টে বাংলাদেশের এটি চতুর্থ রৌপ্য। এর আগে লং জাম্প, হ্যামার থ্রো ও পোলভল্টে একটি করে রৌপ্য পেয়েছে। তাছাড়া ৩০০০ মিটার স্টিপলচেজে স্বর্ণপদক জিতেছেন আল আমিন।